• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টি-টোয়েন্টির শীর্ষস্থান হারালেন বাবর আজম 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৬:৩২ পিএম
টি-টোয়েন্টির শীর্ষস্থান হারালেন বাবর আজম 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ফলাফলও পেয়েছিলেন হাতে-নাতে, উঠেছিলেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু বাংলাদেশ ও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধারাবাহিক না হওয়ায় শীর্ষস্থান হারালেন তিনি।

পাকিস্তানের অধিনায়ককে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান। এর আগেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন এই ইংলিশ ব্যাটার। এবার ৮০৫ পয়েন্ট নিয়ে নিজের স্থান আবারও দখল করলেন তিনি। 

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম। তার সংগ্রহে রয়েছে ৭৯৬ পয়েন্ট। শীর্ষ স্থান থেকে তিনে নেমে গেছেন বাবর আজম। পাকিস্তানি অধিনায়কের সংগ্রহ ৭৮৬ পয়েন্ট। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান আউটের পর বাবর আজম 

বাবরের পরের স্থানটি রয়েছে আরেক পাকিস্তানির দখলে। ৭৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আর পাঁচে রয়েছেন ভারতের কেএল রাহুল।

আইসিসির বোলিং তালিকায় প্রথম স্থানটি রয়েছে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার দখলে। শীর্ষ দশে জায়গা হয়নি কোনো বাংলাদেশীর। এরপরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার তাব্রাইজ শামসি, অস্ট্রেলিয়ার এডাম জাম্পা, ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগানিস্তানের রশিদ খান। 

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ২৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের পোষ্টার বয় সাকিব আল হাসান। এরপরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

Link copied!